বিষয়বস্তুতে চলুন

বানিয়াজান ইউনিয়ন, আটপাড়া

স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব / ২৪.৮১০২৮° উত্তর ৯০.৮৬৮৮৯° পূর্ব / 24.81028; 90.86889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বানিয়াজান
ইউনিয়ন
৪নং বানিয়াজান ইউনিয়ন।
বানিয়াজান ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
বানিয়াজান
বানিয়াজান
বানিয়াজান বাংলাদেশ-এ অবস্থিত
বানিয়াজান
বানিয়াজান
বাংলাদেশে বানিয়াজান ইউনিয়ন, আটপাড়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৪৮′৩৭″ উত্তর ৯০°৫২′৮″ পূর্ব / ২৪.৮১০২৮° উত্তর ৯০.৮৬৮৮৯° পূর্ব / 24.81028; 90.86889 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলানেত্রকোণা জেলা
উপজেলাআটপাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ইউনিয়নবানিয়াজন ইউনিয়ন
প্রতিষ্ঠা১৯৬৯
সরকার
 • চেয়ারম্যানফেরদৌস রানা আনজু (বাংলাদেশ আওয়ামী লীগ)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

বানিয়াজান ইউনিয়ন বাংলাদেশের নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন । এটি আটপাড়া উপজেলা সদরে অবস্থিত। এ ইউনিয়নের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল।

অবস্থান ও সীমানা:

[সম্পাদনা]

উত্তরে শুনই ইউনিয়ন ও দক্ষিণে তেলিগাতী ইউনিয়ন অবস্থিত। পূর্বে অবস্থিত লুনেশ্বর ইউনিয়ন,পশ্চিমে স্বরমুশিয়া ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

লোকমুখে প্রচলিত বানিয়াজান গ্রামে কোন সময় বানিয়া নামে জনগোষ্ঠী বসবাস ছিল যারা মাটির হাড়িপাতিল ও অন্যান্ন তৈজস পত্র তৈরী করতেন এবং সেই থেকেই গ্রামের নাম হয় বানিয়াজান।গ্রামের বিভিন্ন জায়গায় মাটি খনন করলে প্রাচীন মাটির সব তৈজস পত্রের ভাঙা অংশ পাওয়া যায়।

এছাড়াও গ্রামে লতাজাতীয় একপ্রকার বৃহৎ উদ্ভীদ জন্মায় যাকে স্থানীয় ভাষায় বলা হয় বানিয়া গাছ।প্রচুর পরিমাণে এই উদ্ভীদ জন্মায় বলে গ্রামের নাম হয় বানিয়াজান বলে প্রচলিত আছে।

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

গ্রামের সংখ্যা– ২৪টি।

১.আঁটিকান্দা,

২.মরাকান্দা,

৩.গাঁচগজ,

৪.বানিয়াজান,৫.আটপাড়া,৬.মোবারাকপুর,৭.মহিষপুর,৮.চাহড়িয়া,৯.ইটাখলা,১০.গাভূরগাছ,১১.মাটিকাটা,১২.পাহাড়পুর,১৩.কামতলা, ১৪.চকপাড়া উল্লে। খযোগ্য

আয়তন ও জনসংখ্যা

[সম্পাদনা]

আয়তন– ৬০৫০ একর।লোকসংখ্যা– ২১৪৪৪ জন। (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষার হার: ৪২.১%।

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬টি
  • বেসরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ৬টি
  • উচ্চ বিদ্যালয় ৩টি
  • মাদ্রাসা ২টি

দর্শনীয় স্থান

[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যাক্তি

[সম্পাদনা]

হাজী মোহাম্মদ মাহাতাব খান সমাজসেবী, আটপাড়া থানার জমি দানকারী।

মাওলানা আবুল হাশেম (র.) ওরফে পুলিশ মুন্সী, ইটাখলা, আটপাড়া।

হাফেজ মাওলানা ইলিয়াস সাহেব, সাবেক ইমাম ও খতিব মদনপুর শাহ্ সুলতান (র.) জামে মসজিদ, নেত্রকোনা সদর, নেত্রকোনা।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

বর্তমান চেয়ারম্যান- মোঃ ফেরদৌস রানা

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩
০৪
০৫
০৬ আলহাজ্ব জনাব মাছুম চৌধুরী
০৭ মোঃ ফেরদৌস রানা আনঞ্জু ২০১১-চলমান

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]