Jump to ratings and reviews
Rate this book

আনন্দমেলা পূজাবার্ষিকী ১৪৩০

Rate this book

537 pages, Paperback

Published August 1, 2023

Loading interface...
Loading interface...

About the author

Caesar Bagchi

21 books10 followers
সিজার বাগচী-র জন্ম ১৯৭৭ সালে। দক্ষিণ কলকাতায়। পূর্বপুরুষের বসবাস ছিল অধুনা বাংলাদেশের ময়মনসিংহে। অল্প বয়সে পিতৃহীন। কলেজে পড়ার সময়ে লেখালিখি শুরু। ফিচার, গল্প, প্রবন্ধ, সমালোচনা, চিত্রনাট্য, কথিকা, উপন্যাস। সহজ তরতরে ভাষায় লেখা সব গল্প-উপন্যাসের বিষয়ই আলাদা। এবং তা উঠে আসে রোজকার জীবনযাত্রা থেকে। বড়দের পাশাপাশি ছোটদের গল্পও লিখছেন নিয়মিত৷ নানা পেশায় যুক্ত থেকেছেন। দীর্ঘদিন সাংবাদিকতার চাকরি করেছেন ‘আনন্দলোক’ পত্রিকায়। বর্তমানে ‘আনন্দমেলা’য় কর্মরত৷ লেখালিখি ছাড়াও বাংলার লোকসংস্কৃতি নিয়ে কাজ করতে ভালবাসেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (33%)
4 stars
1 (16%)
3 stars
2 (33%)
2 stars
1 (16%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for   Shrabani Paul.
356 reviews14 followers
September 16, 2023
🌼আনন্দমেলা পূজাবার্ষিকী ১৪৩০🌼

📜আড়ালে ছিল না কেউ ~ স্মরণজিৎ চক্রবর্তীর📜

গতবছর আনন্দমেলায় প্রকাশিত হয়েছিলো ‘আড়ালে রয়েছে সে’ তারই পরবর্তী অংশ ‘আড়ালে ছিল না কেউ’! ঐতিহাসিক উপন্যাস! গল্পের কাহিনী ভীষণ সুন্দর। এই উপন্যাস নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে, তাই আমি আর করছি না।

📜গোলুর মস্তানি ~ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়📜

এটা ভীষন ভালো লেগেছে। চেনা ছকের বাইরে গিয়ে বেশ নতুন ধরনের একটা উপন্যাস। এই উপন্যাসে
কাউবয় স্টুডিয়োর মালিক ভূপতিবাবুকে বাচ্চাদের জন্য একটা টু-ডি কার্টুন তৈরি করার কাজ দেয়। সেই কার্টুন পূজোর আগেই রিলিজ হবে। তার গল্প, চিত্রনাট্য, ছবি সবই যখন তর তর করে এগোচ্ছে, তখনই ঘটে বিনা মেঘে বজ্রপাত! হঠাৎ করেই কুড়ি বছর পর সেই কার্টুন ভাইরাল হয় কোনো এক YouTube channel এ .......
তারপর কি হলো কার্টুনের ? এই কার্টুন সৃষ্টি ই বা হলো কিভাবে? এই সব প্রশ্নের উত্তর দেবে এই উপন্যাস।

📜পাতালঘরের বন্দি ~ বিপুল দাস📜

এই উপন্যাস ছোটদের হয়তো ভালো লগবে, তবে আমার খুব একটা ভালো লাগেনি। গল্পের শুরুর দিকটা
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ মতো মনে হলেও বেশ কয়েকটি পেজ পড়ার পর Normal এগিয়ে চলে, গল্পের গতিও মোটামুটি।

📜অতল সাগরের ভয়ঙ্কর ~ রাজেশ বসু📜

এই উপন্যাস পুরোটা পড়ার পর অনেকটা হলিউডি সিনেমার মতো মনে হয়েছে। ছোটদের জন্য এটা একটা দারুন Adventure হতে চলেছে এই গল্প।এই উপন্যাস সমুদ্রের একেবারে তলদেশে এক অত্যাধুনি�� সাবমার্সিবলে চড়ে অভিযানে বেরোয় এক দল বিজ্ঞানী। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে আট হাজার ফিট নীচের জগতে যেখানে সূর্যের আলো কিছুই পৌঁছয় না। সেখানে কি অত্যাশ্চর্য আবিষ্কার করলেন বিজ্ঞানীরা??

📜কেঁচোর গর্তের রহস্য ~ সুস্মিতা নাথ📜

এই উপন্যাস পড়ে আমার দারুন লেগেছে। এটি কল্পবিজ্ঞান আর রহস্য মিশ্রিত উপন্যাস।
চিন্তনপুরে ঘটে চলে একের পর এক অদ্ভুত ঘটনা। অদ্ভুত এক জাদুশক্তির প্রভাবে মৃত কুকুর থেকে মৃত মানুষ পর্যন্ত বেঁচে উঠেছে। কি সেই জাদুশক্তি??
অন্য দিক জঙ্গলের দুশো ফুট নীচে এক গভীর গর্ত...
ওই গর্ত নাকি পাতালের দরজা??
এই সব প্রশ্নের উত্তর মিলবে উপন্যাসে।

📜বুলু ও অচিন দ্বীপ ~ ইমদাদুল হক মিলন📜

দুই বন্ধু ‘বুলু’ আর ‘রবি’ দুজনেই দুজনার মনের কথা শুনতে পায়। কীভাবে শুনতে পায় এটা একটা রহস্য। হঠাৎই একদিন বুলু বাড়িতে কিছু না জানিয়েই চলে যায় বাবাকে খুঁজতে। সবাই জানে তার বাবা মারা গেছে, কিন্তু বুলুর কাছে কিছু সংকেত আসে যে তার বাবা এখনো বেঁচে আছে। ট্রলারে লুকিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেয় বুলু। গভীর সমুদ্রে গিয়ে বুলুর কি হলো? সে কি খুঁজে পাবে তারা বাবাকে?

📜তীরন্দাজ ~ কৌশিক পাল📜

গ্ৰামের মেয়ে জ্যোৎস্না ‘তিরন্দাজ’! স্বপ্ন পূরণের উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে পরে। রাস্তায় দেখা হয় শৌর্য শেখর রায় ‘স্পোর্টস জার্নালিস্ট’। শৌর্য র সাথেই পাড়ি দেয় জেলা সদরে টুর্নামেন্ট খেলতে। এর পর জ্যোৎস্নার জীবনে কি অপেক্ষা করে আছে? স্বপ্নপূরণ , না স্বপ্নভঙ্গ ??


🍁📜এছাড়াও তিনটি কমিকস এককথায় অসাধারণ।
গল্প গুলোও সব দারুন, বিশেষ করে ‘জ্যাঠামশাই ওবটবৃক্ষ’ ‘শ্মশানের পাশের স্কুল’ ‘নতুন আলো’ ‘ভোলানাথ’ এই গুলো দারুন লেগেছে।


🍁📜আনন্দমেলা মানের ‘অদ্ভুতুড়ে সিরিজ’ শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর সত্যজিৎ রায়ের ‘ফেলুদা কমিকস’ এই গুলোর জন্যই আনন্দমেলা নেওয়া প্রতি বছর। কিন্তু এই বছর অদ্ভুতুড়ে সিরিজ নেই দেখে মনটা ভীষন খারাপ হয়ে গিয়েছিলো। যাই হোক ২৫% ডিসকাউন্ট পেয়ে নিয়েই নিয়েছিলাম। বইয়ের মধ্যে প্রত্যেক টা ছবিই দুর্দান্ত। একটা অভিযোগ রয়েছে, দাম বেড়েছে এটা কষ্ট হলেও মেনে নিচ্ছি। কিন্তু Page Quality এতো বাজে কেনো হচ্ছে? এই বই ছোটোরাও পড়ে সেই ব্যাপারটা একটু দেখা উচিৎ। যাই হোক এখনো পর্যন্ত যাদের পড়া হয়নি তারাতারি পড়ে ফেলুন.......


#আনন্দমেলা #উপন্যাস #গল্প
#আনন্দমেলা_পূজাবার্ষিকী_১৪৩০


5/4.5
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.